রোববার , ০৬ এপ্রিল ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪২, ৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৪২, ৩ এপ্রিল ২০২৫

ইংল্যান্ডজুড়ে তুষারপাতের আভাস, তাপমাত্রা নামতে পারে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে

ইংল্যান্ডজুড়ে তুষারপাতের আভাস, তাপমাত্রা নামতে পারে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে
ছবি: সংগৃহীত

বসন্তের শুরুতে ইংল্যান্ডে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছিল, তবে এবার তীব্র শৈত্য প্রবাহ ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মেট অফিসের তথ্যমতে, ১৯১০ সালের পর এ বছর মার্চ মাসে সবচেয়ে বেশি রোদ দেখা গেছে ইংল্যান্ডে। এপ্রিলের শুরুতেও উষ্ণ ও শুষ্ক আবহাওয়া থাকলেও ডব্লিউএক্স চার্টসের পূর্বাভাস অনুযায়ী, ১৬ এপ্রিল থেকে দেশটির অধিকাংশ অঞ্চলে তুষারপাত শুরু হতে পারে।  

ডব্লিউএক্স চার্টসের মডেল অনুসারে, ১৬ এপ্রিল দুপুরে উত্তর ইংল্যান্ড ও ওয়েলসে প্রথম তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কাম্ব্রিয়া, নর্থাম্বারল্যান্ড ও ডারহামে সন্ধ্যা নাগাদ তা বাড়বে। ১৭ এপ্রিল ভোরের মধ্যে মধ্য ইংল্যান্ডের দিকে তুষার ছড়িয়ে পড়তে পারে। নর্থ পেনিনসে প্রতি ঘণ্টায় ৪ সেন্টিমিটার হারে বরফ জমতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই দিনে বার্মিংহাম থেকে স্টোক পর্যন্ত হালকা তুষারপাতের আভাস রয়েছে।  

১৮ এপ্রিল নাগাদ মিডল্যান্ডস, উত্তর ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড এবং ওয়েলসের বিস্তীর্ণ অঞ্চল তুষারে ঢেকে যেতে পারে। নর্থ পেনিনসে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৬ সেন্টিমিটার বরফ পড়ার শঙ্কা রয়েছে। তবে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম ইংল্যান্ড (ডরসেট বাদে) তুলনামূলকভাবে কম প্রভাবিত হবে।  

তাপমাত্রাও হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ১৮ এপ্রিল ভোরে নর্থ পেনিনসে পারদ -৮°সেলসিয়াসে নামতে পারে। ওয়েলসের স্নোডোনিয়া অঞ্চলে -৭°সেলসিয়াস এবং মিডল্যান্ডসে -২°সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হতে পারে।  

মেট অফিসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলের দ্বিতীয়ার্ধে উচ্চচাপের প্রভাবে শুষ্ক আবহাওয়া বিদ্যমান থাকলেও মধ্য এপ্রিলে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিক বা কিছুটা বেশি থাকলেও রাতের দিকে আকাশ পরিষ্কার থাকায় শীতল আবহাওয়া অনুভূত হতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়