১০ হাজার ৪৮৭ জন যাত্রীর হজ অনিশ্চিত: ধর্ম উপদেষ্টা

মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়িভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেনি ৯টি এজেন্সি। সেজন্য এ বছর ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর হজ করা অনিশ্চিত হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্যটি জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্ধারিত সময় বাড়িভাড়া ও পরিবহন চুক্তি না করায় এ পর্যন্ত ২১টি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হজ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের লাইসেন্স বাতিল জামানত বাজেয়াপ্ত এবং তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হবে বলে জানান ধর্ম বিশষক উপদেষ্টা।
যথাসময়ে বাড়িভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করতে নয়টি এজেন্সিকে আট দফায় চিঠি পাঠানো হয়। চুক্তি না করা এজেন্সিগুলো হলো—ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, রিলেশন ট্রাভেলস অ্যান্ড টূর্স, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম লিমিটেড, গাল্ফ ট্রাভেলস, বেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বর্ষা ওভারসিজ, ক্যাপলান ওভারসিস লিমিটেড এবং দারুল ইমাম ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্ররস।
প্রতি বছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ একত্র হন সৌদি আরবের মক্কা নগরীতে। অধিকাংশ মানুষই গিয়ে ওঠেন ভাড়া বাড়িতে। আর এ বাড়ি ভাড়ার কাজটি করে থাকে হজ এজেন্সিগুলো।