নিউইয়র্ক কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪’ ও ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে কনসাল জেনারেল মো. নাজমুল হুদা কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাসহ সেবা প্রার্থীদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
সংক্ষিপ্ত এক আলোচনা সভায় কনসাল জেনারেল মো. নাজমুল হুদা বলেন, অভিবাসীরা বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি কনস্যুলেটে আগতদের বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো আহ্বান জানান। সরকারের প্রবাসী বান্ধবনীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে তিনি সবাইকে ব্যাংকিং চ্যানেলে বেশি বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করেন।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তা বাস্তবায়নের জন্য তিনি প্রবাসীদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
দেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।
সেবাপ্রার্থীরা দিবসটি উপলক্ষ্যে তাদেরও অভিমত ব্যক্ত করেন। তারা কনস্যুলেট জেনারেলের নতুন ভবনের পরিবেশ সম্পর্কে ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ আয়োজনের জন্য কনস্যুলেট জেনারেলকে ধন্যবাদ জানান।
সেবাপ্রার্থীসহ সবাইকে দেশীয় ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।