রোববার , ০৬ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ৫ এপ্রিল ২০২৫

চীনের পাল্টা শুল্কে মার্কিন শেয়ার বাজারে ধস, উধাও ৫ ট্রিলিয়ন ডলার

চীনের পাল্টা শুল্কে মার্কিন শেয়ার বাজারে ধস, উধাও ৫ ট্রিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় ৭০টির মতো দেশের ওপর রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে। ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে আমেরিকান পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের মাধ্যমে চীন পাল্টা আঘাত হেনেছে। চীনের ঘোষণার পর স্থানীয় সময় গতকাল শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন হয়েছে। মাত্র দুই দিনে মার্কিন শেয়ারবাজার থেকে ৫ ট্রিলিয়ন ডলার বা ৫ লাখ কোটি ডলার উধাও হয়ে গেছে।

শুক্রবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে এসঅ্যান্ডপি-৫০০ সূচক ৬% ও দুই দিনে মোট ১০% নিম্নগামী হয়েছে। একই সময়ে ডাউ জোন্স ৯.৩% এবং নাসডাক ১১.৪% কমেছে। রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে, বাণিজ্য যুদ্ধের এই উত্তাপ বিনিয়োগকারীদের মধ্যে মন্দার আতঙ্ক ছড়িয়েছে। বাজার মূলধনের পতনকে "ভীতি সূচক" (সিবিওই ভোলাটিলিটি ইনডেক্স) এপ্রিল ২০২০-এর পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।  

জেপি মরগ্যানের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক মন্দার সম্ভাবনা ৪০% থেকে বেড়ে ৬০% হয়েছে। লন্ডনের ট্র্যাডিশন কোম্পানির স্ট্র্যাটেজিস্ট স্টেফান ইকোল সতর্ক করেছেন, "পরিস্থিতির অবনতি অব্যাহত থাকতে পারে।" ইউবিএস-এর মারিয়াম অ্যাডামস বলেছেন, "যেকোনো মুহূর্তে বাণিজ্য যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।"  

বাজারের এই সংকটে ট্রাম্প ফ্লোরিডায় গল্ফ খেলতে গিয়ে ট্রুথ সোশ্যালে লিখেছেন, "মার্কিন নীতিতে পরিবর্তন আসবে না। এখন বিনিয়োগের সেরা সময়!" চীনের প্রতিক্রিয়াকে তিনি "আতঙ্কিত" বলে উড়িয়ে দেন। তবে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল শুল্ককে "অপ্রত্যাশিত ও ঝুঁকিপূর্ণ" আখ্যা দিয়েছেন।  

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের নীতির প্রতিশ্রুতিই নির্ধারণ করবে বাজারের ভবিষ্যৎ। তবে এই ধস ইতিমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে নতুন অনিশ্চয়তার সংকেত দিচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়