সোমবার , ২১ এপ্রিল ২০২৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪০, ২০ এপ্রিল ২০২৫

২০ দিনে কত কোটি টাকা আয় করলো শাকিবের ‘বরবাদ’?

২০ দিনে কত কোটি টাকা আয় করলো শাকিবের ‘বরবাদ’?
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার ইতিহাসে নতুন মাত্রা যোগ করে শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ। মুক্তির মাত্র ২০ দিনেই ৫০ কোটি টাকার আয় ছাড়িয়েছে সিনেমাটির। শনিবার রাতে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, সিনেমাটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৫০ কোটি ৮২ লাখ টাকা।

প্রথম সপ্তাহেই বরবাদ ২৭ কোটি ৪৩ লাখ টাকা আয় করে ব্যাপক সাড়া ফেলেছিল। পরবর্তী ১৩ দিনে আরও ২৩ কোটি টাকা যোগ হয়ে মোট আয় ৫০ কোটির ঘর পেরিয়েছে। যদিও বাংলাদেশে বক্স অফিস ব্যবস্থা না থাকায় সিঙ্গেল স্ক্রিনের সঠিক হিসাব পাওয়া যায় না। তবে মাল্টিপ্লেক্সের তথ্য এবং আন্তর্জাতিক আয় মিলিয়েই এই হিসাব কাছাকাছি বলে দাবি প্রযোজকদের।  

বরবাদ এখন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। বিদেশি বাজারে এটি থেকে আরও ১০-১৫ কোটি টাকা আয়ের আশা করছেন প্রযোজকরা। এদিকে, ঈদুল আজহার আগ পর্যন্ত দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শন চলবে বলে ধারণা করা হচ্ছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এ সময়ে আরও ২০-৩০ কোটি টাকা আয় হতে পারে। 

স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বরবাদ কি তাহলে এবার তুফানকে ছাড়িয়ে একশ কোটির গণ্ডি ছুয়ে ফেলতে পারে? আপাতত শাকিবের এই সিনেমা নিয়ে তেমনটা প্রত্যাশা করলেও দিবাস্বপ্নের মতো কিছু হবে না, সেটা বলে দেওয়া যেতে পারে। সবকিছু মিলিয়ে বরবাদের আয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়।
 

সর্বশেষ

জনপ্রিয়