English Version
 

আজকে

  • ১১ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ
  • ২৪শে জানুয়ারি, ২০১৮ ইং
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৩৯ হিজরী
 

সোশ্যাল নেটওয়ার্ক

২০১৭ সাল ব্যাংক কেলেঙ্কারির বছর হয়ে থাকবে: সিপিডি

Published: রবিবার, জানুয়ারি ১৪, ২০১৮ ২:২২ পূর্বাহ্ণ    |     Modified: রবিবার, জানুয়ারি ১৪, ২০১৮ ২:২২ পূর্বাহ্ণ
 

ঢাকা সংবাদদাতা:

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) মতে, ২০১৭ সালটি বাংলাদেশে ব্যাংক কেলেঙ্কারির বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

চলতি ২০১৭-১৮ অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা উপস্থাপনে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির এ মূল্যায়ন তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সিপিডির পক্ষে পর্যালোচনা উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান। পর্যালোচনা উপস্থাপনা শেষে সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, ২০১৭ সাল যে আশা-আকাঙ্খা নিয়ে শুরু হয়েছিল শেষ পর্যন্ত সেগুলো সব পূরণ হয়নি। এ বছর ব্যাংক খাত সংস্কারের যে কথা ছিল তা হয়নি। ঋণ নিয়ে অনেকে ফেরত দেননি। ফলে অপরিশোধিত ঋণ বেড়েছে। সার্বিকভাবে ২০১৭ সাল ব্যাংক কেলেঙ্কারির বছর হয়ে থাকবে।

তিনি বলেন, শোভন প্রবৃদ্ধির কথা বলা হলেও কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে না। বৈষম্য বেড়েছে আয়, সম্পদ ও ভোগে।

ড. দেবপ্রিয় আরও বলেন, ২০১৮ সাল হচ্ছে নির্বাচনের বছর। আর্থিক খাতে যেসব সংস্কার দরকার সরকার তা এ বছর করতে পারবে না অথবা করতে যাবে না। ফলে এ বছর অর্থনৈতিক ব্যবস্থাপনা হতে হবে রক্ষণশীল। তা না হলে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা রক্ষা করা যাবে না।

 
সংবাদটি পড়া হয়েছে 1016 বার
 
 

এই বিভাগের আরও সংবাদ

 

ক্যালেন্ডার