Monday, December 4, 2017 9:23 AM
 
 

দীর্ঘ ৩ বছর পর নিজ নির্বাচনী এলাকায় সোহেল তাজ

প্রকাশিত: December 4, 2017 9:23 am   আপডেট: December 4, 2017 at 9:23 am
 

ইউকে বিডিটাইমস ডেস্কঃদীর্ঘ তিন বছর আবারও নিজের নির্বাচনী এলাকা গাজীপুরের কাপাসিয়ায় এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজ।

সোমবার সকাল ১০টার দিকে ”সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু স্বাস্থ্য কার্ড এবং স্মার্ট এমসিএইচ সার্ভিস ম্যানেজমেন্ট সফটওয়ার” উদ্বোধনের জন্য তিনি এখানে আসেন।

এ সময় সোহেল তাজের সঙ্গে ছিলেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও তার বড় বোন সিমিন হোসেন রিমি। আরও উপস্থিত ছিলেন সোহেল তাজের একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ তাজ ও বড় বোনের ছেলে রাকিবসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ তাজউদ্দিন আহমেদের সহধর্মিণী সৈয়দা জোহরা তাজউদ্দিন হলেন সোহেল তাজ ও সিমিন হোসেন রিমির মা।    বি/প্র

 
সংবাদটি পড়া হয়েছে 1152 বার
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ক্যালেন্ডার